Amader Prithibi (আমাদের পৃথিবী) Lyrics | Salekin
Album: Joy Hok
Lyric, Tune, Composition: Salekin
Recording: Shafiquzzaman Shaon
Mixing, Mastering: Salekin
Studio: SNR Studios
Illustration, Animation, Video edit: Gowtom Das Gupta
Audio Artwork: Mehedi Hasan Ayon
Special Thanks: Tanzir Ahmed Shuddho, Junaid Miaje, Mahin Choudhury, Shovon Ashraf
Amader Prithibi Lyrics Salekin :
একটা বোবা মেয়ে কাঁদছে বসে
তার ঘরের ছোট্ট জানলাটায়।
ভাবছে মনে অবিরত
মানুষ কেন দানব হয়ে যায়?
সদ্য জন্ম নেয়া কুকুর ছানার
গাড়ির চাপে মগজ থেতলে যায়
গাছে গাছে ফেরা উচ্ছল বানরের দল
বিষ মাখা ভাতগুলো চেটে খায়
পারে না, মা হাতিটা পারে না
পাকস্থলী নিঃশেষ হয়ে যায়।
বোবা মেয়েটা বুঝতে পারে না
মানুষ কেন দানব হয়ে যায়?
এক অবাক বাবা তাকিয়ে দেখে
সাত বছরের কন্যার দেহটায়
এক মানব শকুন খুবলে নিল
ফুটফুটে প্রাণ নিথর পড়ে রয়
গাল বেয়ে গড়িয়ে যায় নোনা জল
হাহাকার কোন শাসন মানে না।
এত নিষ্ঠুর, এত নির্দয় মানুষ হয়
বাবা তা বুঝতে পারে না।
এক শিশু ডলফিন রোদ পোহাচ্ছে
সাগর পাড়ে বালুকা বেলায়
সে আটকা পড়ে জালের ভেতর
ছুরির ধারে বুকটা চিরে যায়।
মা ডলফিন খুঁজে পায় না
কোথায় গেলি আমার বাছা হায়?
অভিমানী ছেলে ভাবছে বসে
ভাবনাগুলো কান্না হয়ে যায়।
আমাদের পৃথিবী-সালেকিন
গানটি আমার মাথায় আসে যখন ভারতের কেরালায় মা হাতির মৃত্যু দৃশ্য ফেসবুকে ভাইরাল হয়। এর পর একে একে মনে পরতে থাকলে সব নৃশংসতার কথা। সব থেকে বেশি হাহাকার জাগিয়েছে কুকুর ছানার মৃত্যু। ঘটনা আমার চোখের সামনে দেখা।
শীতের শেষ দিক, হয়ত সপ্তাহ খানেক আগে জন্ম নেওয়া কিছু কুকুর ছানা রাস্তার এক কোনে শুয়ে শুয়ে রোদ মাখছিল। মুল রাস্তার বেশ খানিকটা পাশে যেখানে ভবন নির্মাণের কাজ চলছে। এমনও নয় যে কুকুর ছানাগুলো ব্যস্ত রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে। তাদেরকে থেতলে দিল একটা গাড়ি। প্রাণ হারানো সেই ছানাগুলোর দিকে মা কুকুর বিস্ময় চোখে তাকিয়ে ছিল, সে হাহাকার দৃশ্য আমি কোনদিন ভুলতে পাব কিনা জানি না।
এ গানের সব গুলো ঘটনাই বাস্তবে ঘটেছে, শুধু ডলফিনের অংশটা কল্পনা থেকে লেখা। বারবার যদিও ‘গান’ শব্দ ব্যবহার করছি, আসলে এটা আমার কাছে গান নয়। আমার চোখে দেখা জীবন অথবা মৃত্যুগাঁথা।
এই সম্পূর্ণ গানটি প্রকাশ হয়েছে তারপরেও যদি Hi-res ফাইল (wav format) শুনতে চান অথবা সংগ্রহে রাখতে চান দয়া করে আপনার ইমেইল আইডি ইনবক্স করতে পারেন অথবা ইমেইল করতে পারেন। বিনিময় মূল্য আমি নির্ধারণ করে দিচ্ছি না, আপনার যা খুশি সেটা contribute করতে পারেন।
0 Comments