Ami Tomader Zia (আমি তোমাদের জিয়া লিরিক্স) Lyrics | Asif Akbar
Singer : Asif Akbar
Lyrics : Gazi Mazharul Anwar
Music : Jabeb Ahmed Kislu
Ami Tomader Zia Lyrics :
আমি ঝড়ের আকাশে খুজে বেড়াই
আজরাইলের ডানা
খাতার পাতায় লিখে যেতে চাই
মৃত্যুর পরোয়ানা
আমি ঝড়ের আকাশে খুজে বেড়াই
আজরাইলের ডানা
খাতার পাতায় লিখে যেতে চাই
মৃত্যুর পরোয়ানা
আমি একজন আমি শত জন
আমি হাজার লক্ষ কোটি জন
তোমাদের মিঞা
জিয়া জিয়া
আমি তোমাদের জিয়া
জিয়া জিয়া
আমি তোমাদের জিয়া
অর্ধশত বছর পরে
ফিরে আসবো তোমাদের ঘরে
এমন তো কথা নয়
অর্ধশত বছর পরে
ফিরে আসবো তোমাদের ঘরে
এমন তো কথা নয়
ঘড়ির কাঁটা মিলিয়ে দেখো
আমি আছি সব সময়
ঝড়েও ঝড়ি নাই
মরেও মরি নাই
ঝড়েও ঝড়ি নাই
মরেও মরি নাই
আমি একজন আমি শত জন
আমি হাজার লক্ষ কোটি জন
মরমে হয়েছি মরমিয়া
জিয়া জিয়া
আমি তোমাদের জিয়া
জিয়া জিয়া
আমি তোমাদের জিয়া
ঠিকানা আমার মাটির কবর
নিত্য সবার নিচ্ছি খবর
ভালো আছো কিনা
ঠিকানা আমার মাটির কবর
নিত্য সবার নিচ্ছি খবর
ভালো আছো কিনা
গণতন্ত্র স্বৈরতন্ত্র
হচ্ছে কি বেচাকেনা
করবো চেষ্টা সাজাতে দেশটা
করবো চেষ্টা সাজাতে দেশটা
আমি একজন আমি শত জন
আমি হাজার লক্ষ কোটি জন
দরদে হয়েছি দরদিয়া
জিয়া জিয়া
আমি তোমাদের জিয়া
জিয়া জিয়া
আমি তোমাদের জিয়া
0 Comments