Ticker

6/recent/ticker-posts

Batashe Sporsho (বাতাসে স্পর্শ) Lyrics | Rudrabinar Obhishaap | Deborshee | Ujjaini | Srijato | Joy

 Batashe Sporsho (বাতাসে স্পর্শ) Lyrics | Rudrabinar Obhishaap | Deborshee | Ujjaini | Srijato | Joy

Song Credits : 

Music : Joy Sarkar

Lyrics : Srijato

Singers : Ujjaini Mukherjee, Deborshee Bhattacharjee


Musicians 

Programming : Souptik Mazumder, Achin Sarkar

Tabla : Joydeb Nandy

Sitar : Rahul Chatterjee 

Guitars, Melodica : Joy Sarkar

Recording, mixing and mastering : Goutam Basu (Studio Vibrations)


Batashe Sporsho Lyrics:

বাতাসে স্পর্শ তোমার যেন ডাকছে মেলে দিতে ডানা 

আকাশে খুলছি মুঠো ভালোবাসার নতুন সীমানা 

সহজে হারাবো না হৃদয়ের পথঘাট 

তোমাকে করে নেব আমার ঠিকানা 

বল বল তা কি তুমি জানো না 

বাতাসে স্পর্শ তোমার যেন ডাকছে মেলে দিতে ডানা 


আজ এই পথে তোমাকে চাই 

ভালো যে বাসে মন তাকে বাঁচাই 

একলা হবো না কখনো আর

খুঁজে পাবো দুচোখ তোমার 

সে কথা তো জানা

আদর জলে ডুবে যাবার 

নেই কোন মানা, মানা 


বাতাসে স্পর্শ তোমার যেন ডাকছে মেলে দিতে ডানা 

আকাশে খুলছি মুঠো ভালোবাসার নতুন সীমানা 

সহজে হারাবো না হৃদয়ের পথঘাট 

তোমাকে করে নেব আমার ঠিকানা 

বল বল তা কি তুমি জানো না 

প্রিয় মানুষের কন্ঠস্বর যখন মনের অন্তরে গেঁথে যায় তখন বাতাসের স্পর্শেও মিশে থাকে সেই স্বর, সেই সুর। প্রতি মুহূর্তে অনুভব করা যায় সেই মনের মানুষকে। শ্রীজাতর কলম আর জয় সরকারের সুরে রুদ্রবীণার অভিশাপ Web Series থেকে শুনুন এই গান "বাতাসের স্পর্শ"। গেয়েছেন দেবর্ষি ভট্টাচার্য আর উজ্জয়িনী মুখার্জি। 


Enjoy this beautiful song from the upcoming hoichoi web series, Rudrabinar Obhishaap, which revolves around a secret musical curse bestowed on Rudrapur. Listen to this soulful track by Deborshee Bhattacharjee and Ujjaini Mukherjee.

Post a Comment

0 Comments