Ticker

6/recent/ticker-posts

Biyogantok Lyrics | Tahsan Khan | Yamaha Studio | Necropolisbd

 Biyogantok Lyrics By Tahsan Khan | Tahsan The Band 

Biyogantok Lyrics | Tahsan Khan | Yamaha Studio | Necropolisbd

রিলিজ হয়েছে 'তাহসান দ্য ব্যান্ড' এর দ্বিতীয় গান (Biyogantok)"বিয়োগান্তক"। তাহসান কথা দিয়েছিলো তার আত্মতৃপ্তির জন্যই সে আবার পুরোনো ব্যান্ড ঘরানার গানে ফিরবে, তাহসান কথা রেখেছে কিনা, সেটা জানতে হলে শুনতে হবে গানটা, তাহসানের ইউটিউব চ্যানেল থেকে।

এই জেনারেশনের যারা ব্ল্যাকের গান শুনে শুনে শৈশবকাল শেষ করে এখন যৌবনকালও পার করছে তারা পুরোনো সেই তাহসানকে কতটা মিস করে তা বলাবাহুল্য।

'তাহসান এন্ড দ্য ব্যান্ড' এর প্রথম গান 'প্রতিবাদী গান' প্রকাশিত হয়েছিলো গত বছর। প্রায় এক বছর পর প্রকাশ হয়েছে Biyogantok ' বিয়োগান্তক ' শিরোনামের গানটি ।



Biyogantok Lyrics By Tahsan Khan:

বিয়োগান্তক এই গল্পের নায়ক

ব্যর্থ প্রেমের উপাখ্যান লেখে অপলক 

তাকিয়ে থাকি দূর অজানায়


বিয়োগান্তক এই গল্পের প্রবাহক 

না বুঝেই ওরা লিখছে কল্পনাপ্রসূত

মুচকি হাসে হারিয়ে যাই আমি অজানায়

দুর্লভ এক অনুভূতি এই বেদনায়


হারিয়ে তোমায় খুজে পাই আমি

প্রকৃত প্রেমের খামে পুরনো কাগজে লেখা চিঠি

প্রেমের আন্দোলনে জিতে গেছি আমি

আমার গল্প কেউ জানেনা জানবেনা আগামী


অশনিসংকেত আমি দেখিনি

বিশ্বাসঘাতকতার দংশনের নামিনি 

নির্মল উপহাসের পাত্র আমি বুঝিনি 

আক্ষেপ নিয়ে বেঁচে থাকেনি ভালোবেসেছি

ক্ষমার পাহাড় গড়েছে তবুও আমি হারিনি 


বিয়োগান্তক গল্পের নিয়ম আমি ভাঙ্গিনি

দুর্লভ এক অনুভূতি আমি জানিনি

হারিয়ে তোমায় খুজে পাই আমি

আমার গল্প কেউ জানেনা জানবেনা আগামী

হারিয়ে তোমায় খুজে পাই আমি

আমার গল্প কেউ জানেনা জানবেনা আগামী 


বিয়োগান্তক এই গল্পের নায়িকা আজও বিলীন 

মুচকি হেসে হারিয়ে যাই অজানায় 

হারিয়ে তোমায় খুজে পাই আমি

আমার গল্প কেউ জানেনা জানবেনা আগামী

হারিয়ে তোমায় খুজে পাই আমি

আমার গল্প কেউ জানেনা জানবেনা আগামী 


হারিয়ে তোমায় খুজে পাই আমি

প্রকৃত প্রেমের খামে পুরনো কাগজে লেখা চিঠি

প্রেমের আন্দোলনে জিতে গেছি আমি

আমার গল্প কেউ জানেনা জানবেনা আগামী

Post a Comment

0 Comments