Blackhole (ব্ল্যাকহোল) Lyrics | Salekin
ব্ল্যাকহোল গানটি বর্তমান অবস্থায় রুপ দেবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন কিছু প্রিয় মানুষ
Lyric, Tune, Composition: Salekin
Guitar: Salekin, Anwar Shafiq
Guitar Solo: Iftekhar Ifti
Bass: John S Munshi
Arrangement: Anwar Shafiq
Voice Harmony: Riad Hasan
Recording: Iftekhar Ifti, Shafiquzzaman Shaon
Mixing, Mastering: Iftekhar Ifti
Studio: 2AG Recording Studio, SNR Studios
Illustration, Animation, Video: Gowtom Das Gupta
Special Thanks: Saikot Biswas Tutul, Junaid Miaje, Tanzir Ahmed Shuddho, Shovon Ashraf
Blackhole (ব্ল্যাকহোল) Lyrics :
বলো কোথায় তুমি হারাবে?
কোন দিগন্তে মিশে যাবে?
তোমার ব্যাথা গুলো আমায় দাও
আমার সুরগুলো খুঁজে নাও
শীতের সকাল ঘুম তুমি নাও
আনন্দে নুয়ে পড়া গাছটাও
বিস্মৃত মহাকালের মিশে থাকা সুর
আপন খেয়ালে তুমি গাও
আমায় উজাড় করে তুমি নাও
কবিতায় হারাবার সুখটাও
মাঝরাতে ভেসে আসা সুগন্ধ
মায়াবী চাঁদ আলো তুমি নাও
যেনো সেথায় আমি হারাবো
আমি বারবার ফিরে যাবো
আমার কথা গুলো বুঝে নাও
তোমার গভীরতা খুলে দাও
খুলে দাও আগামীর সতেজ বাতাস
বাতাসে খেলবে রঙিন প্রয়াস
প্রয়াসে মিশে থাকা সূর্য দিনের
আলোর ভালোবাসা তুমি নাও
তুমি নাও শিহরণ তুমি নাও
তুমি নাও মহাকাশ তুমি নাও
তুমি নাও ছায়াপথ তুমি নাও
তুমি নাও পুরোটাই তুমি নাও
তুমি নাও ব্ল্যাকহোল তুমি নাও
0 Comments