Ticker

6/recent/ticker-posts

Boli Title Track (বলি) Lyrics | Chanchal | Shohel | Tanzir Tuhin | Emon | Rajib | Shankha | Avash | Necropolisbd

 Boli Title Track (বলি) Lyrics Tanzir Tuhin - Avash

boli lyrics tuhin,Boli Title Track (বলি) Lyrics | Chanchal | Shohel | Tanzir Tuhin | Emon | Rajib | Shankha | Avash | Necropolisbd
boli lyrics tuhin


শহরের সভ্যতা থেকে বিচ্ছিন্ন, ছেঁড়াদিয়ার মত একটি জায়গায়, একটি সাধারণ মানুষের মত জীবনযাপনের জন্য আর কোন কোন নিয়ম মেনে চলতে হবে সেখানের মানুষদের ? নিজেদের স্বাধীনতার জন্য আর কত কী মেনে চলতে হবে তাদের? Listen the title track of Boli Lyrics as we get a glimpse into the surreal island of Chheradiya where rules are bent by bullets and people are biding their time to take a stand for what is right.

Boli Song Credits

Lyrics : Rajib Ashraf

Tune and music : Emon Chowdhury 

Voice : Tanzir Tuhin

Boli Title Track (বলি) Lyrics Tanzir Tuhin :

সুরাভ রুস্তম

পালিয়ে পালিয়ে পার হওয়া অলিগলি

প্রতি নিঃশ্বাসে বিশ্বাস রক্তের হোলি


চিকে মরতে মরতে বেঁচে থাকাকে বলি

তবু দিনে-রাতে সময়ের হাতে কে হচ্ছে বলি

তবু দিনে-রাতে সময়ের হাতে কে হচ্ছে বলি

বলি বলি......


কেউ পালাবে বলে আসলে যায় নিজে হারিয়ে 

কেউ ছুটে যায় তার পৃথিবীর মায়ায় স্থির তাড়িয়ে

কেউ খুজে ঘর ঘর থেকে দু পা বাড়িয়ে 

চোখ হম্মোক সব স্মৃতি বেড়াচ্ছে তাকে তাড়িয়ে


যতদূর চোখ যায় কি কি দেখা যায়

চোখ বুঝলে ওকে তুমি খুব অসহায়


স্বপ্নজালে বন্দি হয়ে যাচ্ছকে বলি 

নাকি স্বপ্নহীন মৃত তুমি সময়ের বলি 

চিকে মরতে মরতে বেঁচে থাকাকে বলি

তবু দিনে-রাতে সময়ের হাতে কে হচ্ছে বলি

তবু দিনে-রাতে সময়ের হাতে কে হচ্ছে বলি

বলি বলি......

Post a Comment

0 Comments