Ticker

6/recent/ticker-posts

Dio Khobor By Doorbin Lyrics | Doorbin | Shahid | Kazi Shuvo| Nahid Hasan | Ayub Shahriar

 Dio Khobor By Doorbin Lyrics| Doorbin| Shahid | Kazi Shuvo| Nahid Hasan | Ayub Shahriar | Necropolisbd

Dio Khobor By Doorbin Lyrics Doorbin
Dio Khobor By Doorbin Lyrics Doorbin

 Dio Khobor By Doorbin Lyrics Doorbin Credit :

Song - Dio Khobor

Band - Doorbin

Vocal - Shahid, Kazi Shuvo, Ayub Shahriar

Lyric - Nahid Hasan

Tune - Shahid

Melodica - Sajib (Guest)

Mix Mastering - Rajiv Hossain


Programing & Arrangements : Joy

Cinematographer : Nurul Haque 

Edit : Fakrul Islam

Color : HM Sohel

Director : Nurul Haque 


Dio Khobor By Doorbin Lyrics Doorbin :

কোন ব্যস্ত বিকেলে

আমার হাজারো ভুলে

কেউ বলুক কানে কানে

আমি বদলে গেছি।।


কোনো বৃষ্টি ভেজা রাত

আমার ঘুম ভাঙুক হঠাৎ

কারো আলতো ছোঁয়াতে

আমি হারিয়ে গেছি।।


তুমি আবছায়া আলোর বিপরীতে

তুমি পাশে থেকো ভিষন শীতে

তুমি বুকে পুষে রাখা প্রিয় কবিতা

তুমি চিরকুট লেখার নোট খাতা


অবসরে নাইবা তুমি এলে 

দিও খবর

মন খারাপ হলে,,,,




কফি কাপে ভাবনার রেশ

দ্রুত হয়না যেন শেষ

হৃদয়ের আলোচনায়

রেখো কাছাকাছি।।


সময়ের ভাঙা ডালে

জোছনার ভিড় ঠেলে

আবেগি অভিমানে

জমবে কানামাছি।


তুমি আবছায়া আলোর বিপরীতে

তুমি পাশে থেকো ভিষন শীতে

তুমি বুকে পুষে রাখা প্রিয় কবিতা

তুমি চিরকুট লেখার নোট খাতা


অবসরে নাইবা তুমি এলে 

দিও খবর

মন খারাপ হলে,,,,


ভেজা কালো চুলের সুবাস

বিক্রি হওয়া বাতাস

 কাগজের নৌকা বানিয়ে

হারিয়ে যাবো বহুদূরে,,,,


আমাদের যত অমিল

 ঝিঁঝিঁ পোকার সব মিছিল

নানা গল্প চাদের হাঁটে

ভেসে আসে সুরে সুরে,,,,।।


তুমি আবছায়া আলোর বিপরীতে

তুমি পাশে থেকো ভিষন শীতে

তুমি বুকে পুষে রাখা প্রিয় কবিতা

তুমি চিরকুট লেখার নোট খাতা


অবসরে নাইবা তুমি এলে 

দিও খবর

মন খারাপ হলে,,,,

Post a Comment

0 Comments