Ticker

6/recent/ticker-posts

Je Pothe Pothik Nei (যে পথে পথিক নেই) Lyrics James | Necropolisbd

 Je Pothe Pothik Nei (যে পথে পথিক নেই) Lyrics By James

Je Pothe Pothik Nei (যে পথে পথিক নেই) Lyrics James  Necropolisbd


Song : Je Pothe Pothik Nei 

Band : Nogor Baul James

Je Pothe Pothik Nei by Lyrics:

যে পথে পথিক নেই-বসে আছি সেই পথে

একা আমি একলা রাতে শত শতাব্দী ধরে 

চুপচাপ নিশ্চুপ চারিধার-বসে আছে এই আমি 

এক গ্লাস জোছনার আর এক গ্লাস অন্ধকার হাতে 


যে পথে পথিক নেই-বসে আছি সেই পথে

একা আমি একলা রাতে শত শতাব্দী ধরে 

চুপচাপ নিশ্চুপ চারিধার-বসে আছে এই আমি 

এক গ্লাস জোছনার আর এক গ্লাস অন্ধকার হাতে 


অর্ধেক পূর্ণিমা রাতে মেঘের আড়ালে

আকাশের লুকোচুরি খেলা নির্ঘুম রাত শেষে

চাঁদের ফাঁসি হয় সূর্যের আশীর্বাদে 

ক্লান্ত প্রভাতে সূর্যের আশীর্বাদে 

যে পথে পথিক নেই-বসে আছি সেই পথে

একা আমি একলা রাতে শত শতাব্দী ধরে 

চুপচাপ নিশ্চুপ চারিধার-বসে আছে এই আমি 

এক গ্লাস জোছনার আর এক গ্লাস অন্ধকার হাতে  


রাত জাগা অজস্র তারা বানায় আলোর সেতু

নীরব রাতের নীরবতা ভাঙে উড়ন্ত ধুমকেতু 

তারাপদ ধরে আমি হেঁটে যাই 

অসীম আমি ঈশ্বরের মতো ভবঘুরে স্বপ্নগুলো 

রাতের অরণ্যে ভোজসভায় উৎসবে মাতে 

 একা আমি একলা রাতে

চুপচাপ নিশ্চুপ চারিধার-বসে আছে এই আমি 

এক গ্লাস জোছনার আর এক গ্লাস অন্ধকার হাতে 

যে পথে পথিক নেই-বসে আছি সেই পথে

একা আমি একলা রাতে শত শতাব্দী ধরে 

চুপচাপ নিশ্চুপ চারিধার-বসে আছে এই আমি 

এক গ্লাস জোছনার আর এক গ্লাস অন্ধকার হাতে 

Post a Comment

0 Comments