Mohanayok (মহা নায়ক) Lyrics | Mizan
Song : Mohanayok (মহা নায়ক)
Singer : Mizan
Lyric : Monjur A Chowdhury
Tune & Music : Rajesh Ghosh
Language : Bangla
Label : G Series
Mohanayok Lyrics Mizan :
শ্যামল কোমল গাঙ্গেয় এই ব-দ্বীপে
বয়ে চলা নদী কাদাজল ধুলি মাটিতে
স্বাধীনতা বৃক্ষের অংকুর হয়ে জন্মেছিলে
পরাধীন দেশে অজস্র হৃদয়ে বঙ্গবন্ধু হয়েছিল
তুমি ইতিহাস জুড়ে সর্বশেষ্ঠ
মহানায়ক এই বাংলার
তুমি শোষকের জম শোষিতের দম
স্রষ্টা স্বাধীনতার
তুমি ইতিহাস জুড়ে সর্বশেষ্ঠ
মহানায়ক এই বাংলার
তুমি শোষকের জম শোষিতের দম
স্রষ্টা স্বাধীনতার
একাত্তরের সাতই মার্চের
তোমার অমোঘ ধ্বনি
সারা পৃথিবী উঠলো কেঁপে
বজ্রকণ্ঠ শুনি
একাত্তরের সাতই মার্চের
তোমার অমোঘ ধ্বনি
সারা পৃথিবী উঠলো কেঁপে
বজ্রকণ্ঠ শুনি
ওই হুমকার তোমার জ্বলন্ত লাভা
ছুঁয়ে দিলে ওই আকাশ
বীর বাঙ্গালী যুদ্ধ নামে
সাবাস বাঙালি সাবাস
তুমি ইতিহাস জুড়ে সর্বশেষ্ঠ
মহানায়ক এই বাংলার
তুমি শোষকের জম শোষিতের দম
স্রষ্টা স্বাধীনতার
পঁচাত্তরের কাল রাত্রিতে
বিশ্বাসঘাতকের দল
কাপুরুষের মত বইয়ে দিল
রক্ত সাগর অতল
পঁচাত্তরের কাল রাত্রিতে
বিশ্বাসঘাতকের দল
কাপুরুষের মত বইয়ে দিল
রক্ত সাগর অতল
হলে মৃত্যুঞ্জয়ী অকুতোভয়
চির উন্নত তবশির
তুমি এই বাংলার আকাশ জুড়ে
চিরজাগ্রত মহাবীর
তুমি ইতিহাস জুড়ে সর্বশেষ্ঠ
মহানায়ক এই বাংলার
তুমি শোষকের জম শোষিতের দম
স্রষ্টা স্বাধীনতার
তুমি ইতিহাস জুড়ে সর্বশেষ্ঠ
মহানায়ক এই বাংলার
তুমি শোষকের জম শোষিতের দম
স্রষ্টা স্বাধীনতার
0 Comments