Priyo Bangladesh (প্রিয় বাংলাদেশ) Lyrics | The Rehman Duo
Lyrics & Tune: Rubayat Rehman
Arrangements & Mixing: Ruslan Rehman
Edited & Colored By: Rubayat Rehman
On Camera: Shahadat Shetu | Leen
All Rights Reserved By The Rehman Duo
Priyo Bangladesh Lyrics :
আমি তোমার সূর্য গায়ে মেখে রাখি
আমি তোমার নদীর কূলে বেচে থাকি
তোমার ভাষা আমার গান
আমি তোমারই সন্তান
আমি জগত ঘুরে তোমায় ফিরে আসি
বাংলাদেশ ,প্রিয় বাংলাদেশ
বাংলাদেশ ,বাংলাদেশ
এ মাটি আমার গালে মেখে দাও
ওই সবুজ আচল উল্লাসে ওড়াও
তোমার রক্তে ভেজা দিন
আমায় করেছে স্বাধীন
তুমি আবার দ্রোহের কবিতা শেখাও
বাংলাদেশ ,প্রিয় বাংলাদেশ
বাংলাদেশ ,বাংলাদেশ
তোমার শাপলা মালা বেনীতে বেধে
আমি পাড়ি দেব নকশি কাঁথার মাঠ
আমার শালিক ডানা মন
রাগে ফুসছে যে ভীষন
আমার রক্তে বাজে
শেকল ভাঙ্গার গান
বাংলাদেশ ,প্রিয় বাংলাদেশ
বাংলাদেশ ,বাংলাদেশ ।
0 Comments