Tukro Kotha Lyrics| Dalchhut
Tukro Kotha Lyrics By Dalchhut |
Tukro Kotha Lyrics By Dalchhut
Song : Tukro Kotha (টুকরো কথা)
Band : Dalchhut
Lyric : Sanjeeb Choudhury
Vocal, Tune & Guiter : Bappa Mazumder
Percussion : Rose
Drums : Rumee
Keyboard : Bullet
Bass : Tanim
Band Manager : Shahan Kabondho
Dalchhut Write-up : Russell Oneil
Language : Bangla
Label : G Series
Tukro Kotha Lyrics By Dalchhut :
ঘড়ির কাঁটা মন মানে না সই
কাঁটাবনের রাস্তা জুড়ে ছায়া ঝিমায় ওই
ঘড়ির কাঁটা মন মানে না সই
কাঁটাবনের রাস্তা জুড়ে ছায়া ঝিমায় ওই
পেছনে ফেরে মাছের ছবি
ঘরের মাঝে বন
ফুলওয়ালী বিক্রি করে মন
ঘড়ির কাঁটা মন মানে না সই
কাঁটাবনের রাস্তা জুড়ে ছায়া ঝিমায় ওই
আমার কিছু লাগে না ভালো
লাগে না ভালো কেন?
রেস্টুরেন্টে সহসা কার মুখের ছায়া যেন
আমার কিছু লাগে না ভালো
লাগে না ভালো কেন?
রেস্টুরেন্টে সহসা কার মুখের ছায়া যেন
বসে পড়লো সঙ্গী সাথী
ঝড়ের তোড়ে কাপ
মধ্যমা চমকে ওঠে ছায়ার ভাঁজে সাপ
ঘড়ির কাঁটা মন মানে না সই
কাঁটাবনের রাস্তা জুড়ে ছায়া ঝিমায় ওই
টুকরো কথা হঠাৎ হাসি ধুলোর ওড়াওড়ি
আমার কেন লাগে না ভালো
ভিড়ের জড়াজড়ি
টুকরো কথা হঠাৎ হাসি ধুলোর ওড়াওড়ি
আমার কেন লাগে না ভালো
ভিড়ের জড়াজড়ি
হাসি উড়ল ধুলো ঝরল
কী অদ্ভুত গান
বাক্য মরে ভেতর বাড়ি
নাড়ী ছেঁড়ার টান
ঘড়ির কাঁটা মন মানে না সই
কাঁটাবনের রাস্তা জুড়ে ছায়া ঝিমায় ওই
ঘড়ির কাঁটা মন মানে না সই
কাঁটাবনের রাস্তা জুড়ে ছায়া ঝিমায় ওই
পেছনে ফেরে মাছের ছবি
ঘরের মাঝে বন
ফুলওয়ালী বিক্রি করে মন
ঘড়ির কাঁটা মন মানে না সই
কাঁটাবনের রাস্তা জুড়ে ছায়া ঝিমায় ওই
টুকরো কথা লিরিক্স:
Ghaṛira kām̐ṭā mana mānē nā sa'i
kām̐ṭābanēra rāstā juṛē chāẏā jhimāẏa ō'i
pēchanē phērē māchēra chabi
gharēra mājhē bana
phula'ōẏālī bikri karē mana
#TukroKotha
#Dalchhut
#SanjeebChoudhury
#BappaMazumder
#টুকরো_কথা
#দলছুট
#সঞ্জীব_চৌধুরী
#বাপ্পা_মজুমদার
#ShahanKabondho
#ATributeToSanjeebChoudhury
#SanjeebChoudhuryBanglaSong
#BappaMazumderNewBanglaSong2021
#DalchhutNewBanglaSong2021
#SanjeebChoudhuryAllSong
#BanglaSong2021
#NewBanglaSong2021
#BanglaSongs
0 Comments