Valo Lage Na (ভালো লাগেনা) Lyrics | Sumon
Song : Valo Lage Na (ভালো লাগেনা)
Lyric : Shahan Kabondho
Composed & Arraanged : Bappa Mazumder
Album : Bappa With the Rockers
Language : Bengali
Label : G Series
Valo Lage Na Lyrics by Sumon :
এসব কথা ভাল লাগেনা
অন্য কিছু বল
একই কথা না শুনিয়ে
নিরব থাকাই ভালো
একটি মানুষ তোমার ভেতর
অনেকগুলো মন
সব মনেই চলাফেরাই
অবুজ আয়োজন
এসব কথা ভাল লাগেনা
অন্য কিছু বল
একই কথা না শুনিয়ে
নিরব থাকাই ভালো
সঠিক পথে সন্দেহ রোগ
লাভ-ক্ষতি তে ভুল
সরল অংকের সমাধান নেই
কাটায় ঘেরা ফুল
সঠিক পথে সন্দেহ রোগ
লাভ-ক্ষতি তে ভুল
সরল অংকের সমাধান নেই
কাটায় ঘেরা ফুল
একটি মানুষ তোমার ভেতর
অনেকগুলো মন
সব মনেই চলাফেরাই
অবুজ আয়োজন
চিন্তা করে পথ চলো ঠিক
একটু বাঁধার চুব
অধিক ঝরে ভয় লাগে না
একটু হলেই খুব
চিন্তা করে পথ চলো ঠিক
একটু বাঁধার চুব
অধিক ঝরে ভয় লাগে না
একটু হলেই খুব
একটি মানুষ তোমার ভেতর
অনেকগুলো মন
সব মনেই চলাফেরাই
অবুজ আয়োজন
এসব কথা ভাল লাগেনা
অন্য কিছু বল
একই কথা না শুনিয়ে
নিরব থাকাই ভালো
0 Comments