Ticker

6/recent/ticker-posts

A.O.D. Lyrics | Aurthohin | Agontuk | Original Track | Band Mixed Album

 A.O.D. Lyrics | Aurthohin | Agontuk 



A.O.D. Song By Aurthohin Credit :

Song : A.O.D.

Band : Aurthohin

Tune & Music : Aurthohin

Lyric & Vocals : Sumon

Guitars : Piklu

Drums : Shuvo

Guitars : Rassell

Album : Agontuk (Band Mixed Album)

Co-Ordinated by : Bassbaba Sumon

Label : G Series


A.O.D. Lyrics By Aurthohin :

ঘুম ভেঙে যায় হঠাৎ রাতে

অজানা এক অনুভূতি

দরজার করাকে যেন নাড়ে 

খুলে দেখি কেউ নেই একা আমি


চোখ চলে যায় আমার পায়ের কাছে

তাকিয়ে দেখি পরে আছে একটি চিঠি

রংহীন খামটা খুলে

চিঠি টা পরতে শুরু করি

তোমার জীবন যে পুরোটাই অর্থহীন

তোমায় নিতে আসবো আমি ওপারে

ওপারে


হাত থেকে পড়ে যায় চিঠিটা আমার 

রাস্তার নিয়নের আলো কোথায় যে উবে যায় 

মৃত চোখ দেখতে পাই ঘরের আয়নায়

 ফ্যাকাশের মত দাঁড়িয়ে থাকি সূর্যের অপেক্ষায় 

স্বপ্নখুঁজি জেগে জেগে

বাস্তবতা দূরে ঠেলে

অজানা এক অনুভূতি

বাতাসে কার কথা শুনি 

চাঁদটা কেন দেখি না আজ

দূরের ঐ আকাশে

চিঠি লেখা কথাগুলো

 কানে আমার বেজে উঠে 

তোমার এই জীবনটা যে শুধু অর্থহীন

তুমি যে হয়ে যাবে নিমিষে বিলীন

কেউ তো মনে রাখবে না

কোনদিন তোমায়

আসছি আমি তোমায় নিতে 

একটু পরে


চাঁদটা কেন দেখি না আজ

দূরের ঐ আকাশে

চিঠি লেখা কথাগুলো

 কানে আমার বেজে উঠে 

তোমার এই জীবনটা যে শুধু অর্থহীন

তুমি যে হয়ে যাবে নিমিষে বিলীন

কেউ তো মনে রাখবে না

কোনদিন তোমায়

আসছি আমি তোমায় নিতে 

একটু পরে 

ওপারে 

ঘুমটা ভেঙে যায় হঠাৎ রাতে

Post a Comment

0 Comments