Assash Lyrics | Noble Man | Bangla Rock Song | আশ্বাস | নোবেল ম্যান | বাংলা গান
Assash Lyrics By Noble Man |
Assash Song Lyrics Credit ;
Assash Lyrics By Noble Man :
নিজের বলতে কেউ নেই
নিজেই নিজের ছাড়া
নুয়েই পড়া গাছ একটা আকাশ
হয়ে গেছে জারা
নিজের বলতে কেউ নেই
নিজেই নিজের ছাড়া
পুড়ে গেছে আলো লক্ষ্যহীন
আমি একলা এক তারা
নদীর ঢেউয়ে মন ভেজাবে
নদীর ঢেউ নেই
ভাঙ্গা সাঁকো দাঁড়িয়ে আছে
আর ভাঙ্গার কিছু নেই
অন্ধকারে নিভে গেছে
জীবিত লাশের শ্বাস
তোমরা সবাই বেঁচে আছো
একটাই আশ্বাস
কেউ আসে কেউ যায়
এমন নিয়মে তুমিও তাই
পড়ে গেছি এ জীবনের ফাঁকে
আমার ছবি বা কে আঁকে
আমি মরে গেলে বেঁচে যাব
মরে গেলে বেঁচে
আমি মরে গেলে বেঁচে যাব
মরে গেলে বেঁচে
আমি মরে গেলে বেঁচে যাব
মরে গেলে বেঁচে
আমি মরে গেলে বেঁচে যাব
মরে গেলে বেঁচে
Assash Song Lyrics By Noble Man :
Nijēra balatē kē'u nē'i
nijē'i nijēra chāṛā
nuẏē'i paṛā gācha ēkaṭā ākāśa
haẏē gēchē jārā
nijēra balatē kē'u nē'i
nijē'i nijēra chāṛā
puṛē gēchē ālō lakṣyahīna
āmi ēkalā ēka tārā
nadīra ḍhē'uẏē mana bhējābē
nadīra ḍhē'u nē'i
bhāṅgā sām̐kō dām̐ṛiẏē āchē
āra bhāṅgāra kichu nē'i
andhakārē nibhē gēchē
jībita lāśēra śbāsa
tōmarā sabā'i bēm̐cē āchō
ēkaṭā'i Assash
kē'u āsē kē'u yāẏa
ēmana niẏamē tumi'ō tā'i
paṛē gēchi ē jībanēra phām̐kē
āmāra chabi bā kē ām̐kē
āmi marē gēlē bēm̐cē yāba
marē gēlē bēm̐cē
āmi marē gēlē bēm̐cē yāba
0 Comments