Ticker

6/recent/ticker-posts

Ekhane Akash Meshe Lyrics | Metrolife

 Metrolife - Ekhane Akash Meshe Lyrics -এখানে আকাশ মেশে লিরিক

Ekhane Akash Meshe Lyrics | Metrolife , Ekhane Akash Meshe Lyrics, Ekhane Akash Meshe Lyrics  Metrolife, Ekhane Akash Meshe song Lyrics Metrolife , Ekhane Akash Meshe song Lyrics by Metrolife, এখানে আকাশ মেশে lyrics, এই আলোয় ভেসে যাই আমি একাসঙ্গী আমার দুঃখবোঝাই গাড়ি,পথের প্রান্তে পায়ের চিহ্ন আঁকা
Ekhane Akash Meshe Lyrics Metrolife


Ekhane Akash Meshe” is the 4th original track of Metrolife’s upcoming album “Diprohor”. The lyrics of the song (Ekhane Akash Meshe) are written by Mehedi Hasan Ayon.

Ekhane Akash Meshe Song Credits


Title: Ekhane Akash Meshe (এখানে আকাশ মেশে) 

Band: Metrolife

Album: Diprohor (দ্বিপ্রহর) 

Lyrics: Mehedi Hasan Ayon

Tune & composition: Mehedi Hasan Ayon, Eshan Dhrubo, Zunaed Hossain Niloy 

Vocal & Melodica: Mehedi Hasan Ayon

Guitars: Eshan Dhrubo, Zunaed Hossain Niloy

Bass: Moniruzzaman Maruf

Drums: Shovon Ashraf



Ekhane Akash Meshe Lyrics Metrolife


এই আলোয় ভেসে যাই আমি একা

সঙ্গী আমার দুঃখবোঝাই গাড়ি,

পথের প্রান্তে পায়ের চিহ্ন আঁকা

দূরের মানুষ, তারই বা কিসের আড়ি?

এখানে আকাশ মেশে দিগন্তের ওপাড়ে

আমায় ডাকে হারাতে ভীষণ চুপিসাড়ে

ওরাও বোঝে না পাওয়া ছোঁয়ার অভাবটারে,

আমিও খুঁজি প্রিয়মুখ যারা হারায় দূরে!


খেলাঘর ফেলে ছুটেছি অন্ধকারে,

ভীষণ একা হাজার লোকের ভিড়ে

তুমিও কি বোঝো সেই একার মানে?

বিষাদের গান লেগে থাকা কানে কানে!

ওরাও বোঝে না পাওয়া ছোঁয়ার অভাবটারে,

আমিও খুঁজি প্রিয়মুখ যারা হারায় দূরে!

এখানে আকাশ মেশে দিগন্তের ওপাড়ে

আমায় ডাকে হারাতে ভীষণ চুপিসাড়ে


তোমরা গিয়েছ মুছে গেছ যত গান

ভেঙেছো অবাধ্য মায়া পিছুটান,

ঝরে যাওয়া পাতা মিশেছেই শেষে পথে,

আমাদের যত স্মৃতি নিয়ে গেছে সাথে!


এখানে আকাশ মেশে দিগন্তের ওপাড়ে

আমায় ডাকে হারাতে ভীষণ চুপিসাড়ে

ওরাও বোঝে না পাওয়া ছোঁয়ার অভাবটারে,

আমিও খুঁজি প্রিয়মুখ যারা হারায় দূরে 

এখানে আকাশ মেশে দিগন্তের ওপাড়ে

আমায় ডাকে হারাতে ভীষণ চুপিসাড়ে

ওরাও বোঝে না পাওয়া ছোঁয়ার অভাবটারে,

আমিও খুঁজি প্রিয়মুখ যারা হারায় দূরে 


Ekhane Akash Meshe Song Lyrics by Metrolife

Ē'i ālōẏa bhēsē yā'i āmi ēkā

saṅgī āmāra duḥkhabōjhā'i gāṛi,

pathēra prāntē pāẏēra cihna ām̐kā

dūrēra mānuṣa, tāra'i bā kisēra āṛi?


Ekhane Akash Meshe digantēra ōpāṛē

āmāẏa ḍākē hārātē bhīṣaṇa cupisāṛē

ōrā'ō bōjhē nā pā'ōẏā chōm̐ẏāra abhābaṭārē,

āmi'ō khum̐ji priẏamukha yārā hārāẏa dūrē


 Ekhane Akash Meshe Song Video Credits 


Video Direction: Eshan Dhrubo

Cinematographer: Uditya Kumar Sharma

Editing and colour correction: Eshan Dhrubo

Cast: Fazle Rabby Udoy, Saqline Mashraki, Abul Kalam Azad, Zunaed Hossain Niloy & Mafy Rahman

Audience in the shoot: Students of Bangabandhu Sheikh Mujibur Rahman Agricultural University

Our helping hand overall the shoot: Rafim, Aditto, Nahin, Rafi, Shaibal, Prasenjit, Rudra, Anurag, Maruf, Sani.

Our Sincere thanks to: Dr. Taimur Rahman Sir, Provost, Shahid Ahsanullah Master Hall & Associate Professor, Bangabandhu Sheikh Mujibur Rahman Agricultural University.

Post a Comment

0 Comments