Ticker

6/recent/ticker-posts

Ichchhe Ghuri Lyrics Shironamhin

 Ichchhe Ghuri Lyrics Shironamhin -original track

Ichchhe Ghuri Lyrics Shironamhin
Ichchhe Ghuri Lyrics Shironamhin



Song : Ichchhe Ghuri 
Band : Shironamhin
Vocal : Tanzir Tuhin
Lyric & Tune : Ziaur Rahman Zia
Composition : Shironamhin
Drums : Shafin
Bass : Ziaur Rahman Zia
Sarod, Vocal : Farhan Karim
Guitar : Tushar
Guitar : Jewel
Album : Shironamhin (Ichche Ghuri)
Language : Bangla
Label : G Series

Ichchhe Ghuri Lyrics Shironamhin

এই হাওয়ায় ওড়াও তুমি
তোমার যত ইচ্ছে ঘুড়ি
চুপি চুপি মেঘের মেলা
তোমার আকাশ করছে চুরি।

সূর্য বসাও আকাশের নীল
ইচ্ছের রং গোলাপী হলে
দিগন্ত রেখায় সূর্য নামে
ব্যস্ত সময় যাচ্ছে চলে।

হঠাৎ খেয়ালি এই ঝড়ো হাওয়ায়
উড়ছে তোমার ইচ্ছে ঘুড়ি
উড়াও উড়াও সুতোর টানে
আকাশের নীল যাচ্ছে চুরি।

শুভ্র সেই মেঘের তীরে,
তোমার সব ইচ্ছে ওড়ে
আকাশ খেয়ালী মনে
হারায় কিছু না জেনে

তোমার সুতোয় বাধা আকাশ
ঝড়ো হাওয়ায় রং হারালে
নির্বাক… ইচ্ছে…
আচমকা দিশেহারা…

এই আলোয় হাটছো একা
সঙ্গী করো আমায় তুমি
বেয়াড়া যতো মেঘের ছায়া
করেছে চুরি স্বপ্নভুমি।

নীলের আকাশ গোলাপী হলে
ইচ্ছে ঘুড়ি যাচ্ছে চলে
শুতোয় বাধা ছাড়িয়ে আকাশ
অন্য ভুবন দেখবে বলে।

হঠাৎ খেয়ালী এই ঝড়ো হাওয়ায়
ভাঙছে তোমার মেঘলা রেখা
উড়াও উড়াও সুতোর টানে
আকাশ আবার হবে যে দেখা।

Ichchhe Ghuri Lyrics Shironamhin (English Version)


You fly in this air
Dragon as much as you want
Silent cloud fair
Your sky is stealing.

The sun is blue in the sky
If the color of desire is pink
Named the sun on the horizon
Busy time goes by.

Suddenly whimsical in this stormy wind
Your wish kite is flying
Pull the thread to fly
The blue of the sky is going to steal.

On the shores of that white cloud,
All your wishes fly
The sky feels whimsical
Losing something without knowing it

The sky is the limit for your thread
Loss of color in windy weather
Silent.
Suddenly lost.

You are walking alone in this light
You make me your partner
The shadow of the clouds as unruly
Has stolen dreamland.

If the blue sky is pink
I wish the kite was going away
The sky overcame the obstacles in sleep
Says the other world will see.

Suddenly in this whimsical wind
Breaking your cloudy line
Pull the thread to fly
See that the sky will be again.

Post a Comment

0 Comments