Anirban - Raat 3:20 Lyrics
Raat 3:20 Lyrics Anirban Band |
A band from Bangladesh consisting of 5 friends committed to shape their musical imagination into music.
Raat 3:20 Lyrics Song Credits
Vocal - Kibria Fahim
Guitar - Rizwan
Guitar - Rhidoy Chowdhury
Bass Guitar - Tahsin Jawad
Drums - Arup Das
Tune - Rizwan
Composition - Anirban
Lyrics - Rizwan | Kibria Fahim | Rupan Chandra
Recorded at - Massacre Mania
Mix Master - Rizwan
Raat 3:20 Song Lyrics Anirban Band
গতকাল রাত ৩ঃ২০-এ
পুঁড়েছি তোর গরম নিঃশ্বাসে!
স্টেশন বারে মদের গ্লাসে
গিলেছি তোর মিথ্যে বিশ্বাসে
গতকাল রাত ৩ঃ২০-এ
পুঁড়েছি তোর গরম নিঃশ্বাসে!
স্টেশন বারে মদের গ্লাসে
গিলেছি তোর মিথ্যে বিশ্বাসে
ষোল শহরের ব্যস্ত জংশনে
পুঁড়েছি তোর মিথ্যে দংশনে
নিয়ন আলোয় ধুলোমাখা শহর
গতকাল রাত ৩ঃ২০-এ
GEC to Wasa আমার ত্রাস
নেশার বোঝায় আজ স্বর্গবাস...
GEC to Wasa আমার ত্রাস
নেশার বোঝায় আজ স্বর্গবাস...
হাতে সিগারেট পকেটে খুচরা টাকা
চায়ের দোকানে হাজার বাকি লেখা
অলি-গলিতে আমার আনাগোনা
নেশাখোর সব আমার চিরচেনা
জিরো পয়েন্টের ব্যস্ত জংশনে
পুঁড়েছি তোর মিথ্যে দংশনে
নিয়ন আলোয় ধুলোমাখা শহর
গতকাল রাত ৩ঃ২০-এ
GEC to Wasa আমার ত্রাস
নেশার বোঝায় আজ স্বর্গবাস...
GEC to Wasa আমার ত্রাস
নেশার বোঝায় আজ স্বর্গবাস...
-------------------------------------------------
সতর্কীকরণঃ
এই গানের চরিত্র এবং গল্প সম্পূর্ণ কাল্পনিক।
গানটি মাদকতা বা কোনো ধরণের অনৈতিকতা প্রচারণা করে না। গল্পের আদলে চরিত্রের চোখে দেখা দুনিয়াকে গানের মাধ্যমে ফুঁটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে মাত্র।
0 Comments