Tumar Ache Bonduk Lyrics | Pratul Mukhopadhyay
Tumar Ache Bonduk Lyrics :
তোমার আছে বন্দুক
আর আমার আছে ক্ষুধা
তোমার আছে বন্দুক
কারণ-আমার আছে ক্ষুধা
তোমার আছে বন্দুক
তাই আমার আছে ক্ষুধা
তোমার আছে বন্দুক
আর আমার আছে ক্ষুধা
তোমার আছে বন্দুক
কারণ-আমার আছে ক্ষুধা
তোমার আছে বন্দুক
তাই আমার আছে ক্ষুধা
থাকুক তোমার বন্দুক
থাকুক তোমার বুলেট
হাজার বুলেট হোক না সে
আরো এক হাজার
তুমি সব খরচ করে ফেলতে পারো
আমার বেচারা শরীরে
তুমি আমাকে খুন করতে পারো
একবার দুবার তিন বার
পাঁচ হাজার বার হাজার বার
তবু শেষটা যেন শেষটায়
আমার কিন্তু চিরকাল থাকবে তোমার থেকে বেশি হাতিয়ার
আমার কিন্তু চিরকাল থাকবে তোমার থেকে বেশি হাতিয়ার
যদি তোমার থাকে বন্দুক
আর আমার কেবল ক্ষুধা
তোমার থাকে বন্দুক
আর আমার কেবল ক্ষুধা
তোমার আছে বন্দুক
আর আমার আছে ক্ষুধা
তোমার আছে বন্দুক
কারণ-আমার আছে ক্ষুধা
তোমার আছে বন্দুক
তাই আমার আছে ক্ষুধা
0 Comments